নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

8 hours ago 2
সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয়ে ফিরল বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার (২৪ আগস্ট) নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভারতের বিপক্ষে হারের পর এ জয় তাদের আত্মবিশ্বাস ফেরাল নতুনভাবে। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৪১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে কোনাকুনি শটে জালের দেখা পান থৈনু মারমা। কয়েক মিনিট পর মিডফিল্ড থেকে গড়া আক্রমণে বল পেয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। প্রতিপক্ষ গোলরক্ষক বক্স ছেড়ে বেরিয়ে এসেও থামাতে পারেননি সেই শট। বিরতির পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় নেপাল। ৬২ মিনিটে এক দুর্লভ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশের ডিফেন্স ভেঙে দুই ফরোয়ার্ড এগিয়ে গেলেও শেষ মুহূর্তে বল জালে জড়াতে ব্যর্থ হন। উল্টো আগুয়ান গোলরক্ষকের হাতে বল তুলে দেন তারা। ম্যাচে বাংলাদেশের আরও একাধিক গোলের সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে সুরভী আকন্দ প্রীতি ছিলেন দুর্ভাগ্যজনক—৮০ মিনিটে এবং যোগ করা সময়ে তার দুটি শট পোস্টে লেগে ফেরত আসে, ফলে হ্যাটট্রিকের স্বাদ পাননি তিনি। থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি রিয়া দারুণ কৌশলে প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে। ইতোমধ্যে বাংলাদেশ ভুটান ও নেপালকে হারালেও ভারতের কাছে হেরেছে। সামনে আবারও এই তিন দলের বিপক্ষে খেলবে তারা। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের মেয়েদের এ জয় শুধু টুর্নামেন্টে ফেরার বার্তা নয়, বরং শিরোপার লড়াইয়েও টিকে থাকার ঘোষণা।
Read Entire Article