নোয়াখালী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ

3 months ago 13

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ নির্বাচিত হয়েছেন।

সোমবার (১১ মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুদ্দিন আহমদ ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবদুল কাইয়ুম দিদার যৌথ স্বাক্ষরে ফলাফল ঘোষণ করেন।

এর আগে বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৮০ জন ভোটারের মধ্যে ২৩৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট একিউএম কামরুল ইসলাম পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট একেএম বেলায়েত হোসেন পেয়েছেন ৬৪ ভোট।

এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে অ্যাডভোকেট এবিএম মাজেদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১৬ ভোট পেয়ে অ্যাডভোকেট আশরাফুল মায়মুন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুদ্দিন আহমদ জাগো নিউজকে বলেন, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব প্রার্থী ও ভোটাররা সুষ্ঠু নির্বাচনের পরিবশে বজায় রাখায় সবাইকে ধন্যবাদ জানাই।

ফলাফল ঘোষণার পর নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্যসচিব হারুনুর রশীদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিজয়ীদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

Read Entire Article