নোয়াখালীতে একসঙ্গে বিএনপির ৯৯৯ ইউনিটের কমিটি বিলুপ্ত

3 months ago 65

নোয়াখালীর নয় উপজেলা, আট পৌরসভা ও ৯১ ইউনিয়নের ওয়ার্ডসহ বিএনপির ৯৯৯ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে জেলা শহর মাইজদীর একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম বলেন, আজ থেকে জেলা বিএনপির অধীনে নয় উপজেলা, আট পৌরসভা ও ৯১ ইউনিয়নসহ ৮১৯টি ওয়ার্ড কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামী তিন মাসের মধ্যে এসব কমিটি পূর্ণগঠন করে উপজেলা ও জেলা কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০ জনকে সদস্য করে তাদের ভোটে ৫১ সদস্যের ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এছাড়া সদস্যদের ভোটের মাধ্যমে পর্যায়ক্রমে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি গঠন করতে হবে। তবে আওয়ামী সন্ত্রাসী বা স্বৈরাচারের দোসরদের দলের সদস্য কিংবা কোনো কমিটিতে স্থান দেওয়া যাবে না।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বলেন, আজ থেকে সব কমিটির নেতারা সাবেক হয়ে গেছেন। দলের গঠনতন্ত্র অনুসরণ করে পর্যায়ক্রমে সব ইউনিটের কমিটি গঠন করা হবে। এতে নিয়মের কোনো হেরফের হলে দলের অনুসন্ধান টিম সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন।

সভায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সভাপতিত্বে ও সদস্যসচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, ব্যারিস্টার মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ কমিটির ৩৭ সদস্যের অধিকাংশ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ

Read Entire Article