পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিফাত গ্রেপ্তার

3 months ago 34

পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুর রহমান সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে পৌরশহরের বড় চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাতের বিরুদ্ধে দলীয় কার্যক্রম চালানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়। তারপরই নড়েচড়ে বসে জেলা পুলিশ ও ডিবি পুলিশ। সিফাতকে গ্রেপ্তারে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ছাত্রলীগের কার্যক্রম আইনগতভাবে সারা দেশে বন্ধ থাকলেও, পটুয়াখালীতে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী প্রকাশ্যে তাদের কার্যক্রম বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছিল। গত ৪ ফেব্রুয়ারি পটুয়াখালী সদর রোডসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের একদল ক্যাডার প্রকাশ্যে লিফলেট বিতরণ করে এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের কর্মীরা যানবাহন থামিয়ে, দোকানে ঢুকে এবং সাধারণ পথচারীদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছে। কেউ নিতে না চাইলে তাকে জোর করে দেওয়া হচ্ছে। লিফলেট বিতরণ কার্যক্রমে গ্রেপ্তার সিফাত ও জেলা ছাত্রলীগের কর্মী তানভীরসহ কয়েকজন অংশগ্রহণ করেন।

ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Read Entire Article