পল্লবীতে অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার ২

3 weeks ago 9

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. হাসান মাহমুদ (৩১) ও সবুজ হাওলাদার (২৮)।

এ সময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, একটি রামদা, তিনটি বাঁশের হাতল বিশিষ্ট লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজের পাশে আর্টিকেল স্ট্রাকচার লিমিটেডের সামনে দুষ্কৃতকারীরা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ এবং যৌথ বাহিনীর টিম দ্রুত সেখানে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর সময় হাসান ও সবুজকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত।

কেআর/জেএইচ/এএসএম

Read Entire Article