পল্লীকবি জসীমউদ্দীনের মেঝ ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮৩) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
ড. জামাল আনোয়ারের দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ঢাকা থেকে ফরিদপুর এনে শহরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবার জানায়, ব্যক্তি জীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মান, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন। জামাল আনোয়ার দুটি বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মানির প্রবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মারা যান। প্রথম ঘরে একটি ছেলে আনদ্রে আনোয়ার জার্মানি প্রবাসী। তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীমউদ্দীন ও নকশি আনোয়ার জসীমউদ্দীন।
এন কে বি নয়ন/এএইচ/জেআইএম