পাচারকালে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস জব্দসহ আটক ৩

কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬০০ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস জব্দসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথায় হোটেল আল মদিনা ভাতঘরের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে এসব মালামাল জব্দ ও তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষংছড়ি কম্বনিয়া এলাকার নুরুল আলমের ছেলে শাহজাহান (২৫), একই ইউনিয়নের বদিউজ্জামানের ছেলে মো. ইলিয়াছ (১৯) ও ঘিলাতলী এলাকার এমএ সামাদের ছেলে আতিকুর রহমান। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় লোক মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আগ্নেয়াস্ত্র সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর রাত ১টা ৪৫ মিনিটে পুলিশ জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথায় হোটেল আল মদিনা ভাতঘরের সামনে পাকা রাস্তার ওপরে অস্থায়ী চেকপোস্

পাচারকালে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস জব্দসহ আটক ৩

কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬০০ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস জব্দসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথায় হোটেল আল মদিনা ভাতঘরের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে এসব মালামাল জব্দ ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষংছড়ি কম্বনিয়া এলাকার নুরুল আলমের ছেলে শাহজাহান (২৫), একই ইউনিয়নের বদিউজ্জামানের ছেলে মো. ইলিয়াছ (১৯) ও ঘিলাতলী এলাকার এমএ সামাদের ছেলে আতিকুর রহমান।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় লোক মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আগ্নেয়াস্ত্র সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর রাত ১টা ৪৫ মিনিটে পুলিশ জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথায় হোটেল আল মদিনা ভাতঘরের সামনে পাকা রাস্তার ওপরে অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে একটি মিনি ট্রাক গাড়ি চেক পোস্ট অতিক্রম করার সময় গাড়িটিকে থামার সিগন্যাল দিলে গাড়ির চালক গাড়িটি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাড়িটি তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িতে থাকা ৩২টি প্লাস্টিকের সাদা বস্তায় রক্ষিত ১৬০০ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, আসামিরা এসব বাউন্ডলি মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত মায়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য মিনি ট্রাকযোগে বহন করে নিয়ে যাচ্ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow