পাথর তুলতে গিয়ে বালুচাপায় প্রাণ গেলো শ্রমিকের

3 months ago 11

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে বালুচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকালে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রজব আলী (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় পাথর উত্তোলনের কাজে যান। এসময় নৌকা থেকে পানিতে ডুব দিয়ে গর্ত থেকে পাথর তোলার সময় গর্তের ওপরের অংশ ভেঙে পড়ে। এতে বালুচাপা পড়েন রজব আলী।

দীর্ঘসময় পরও পানির নিচ থেকে ওপরে না ওঠায় তার সঙ্গে থাকা শ্রমিকসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বালুর নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল প্রতিবেদন তৈরি করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ বলেন, বালুচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

আহমেদ জামিল/এসআর/এমএস

Read Entire Article