পাবনায় পাইকারি বাজারে প্রতি কেজি ফুলকপি ৮-১০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও ২৫-৩০ টাকায় বিক্রি হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) পাবনার বাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, ভোরে শীতের অন্য সবজির সঙ্গে ফুলকপির পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। তবে এ বিক্রেতারা কোনো আড়ৎদার বা পাইকারি ব্যবসায়ী নন। এরা সবাই চাষি। দাম কম হওয়ায় নিজেরা বিক্রেতা সেজে এসেছেন বাজারে। এতে যদি দু’চারটি টাকা বেশি দামে বিক্রি করা যায়। দর কষাকষি শেষে সাইজ ও মানভেদে কপি বিক্রি হচ্ছে ৮-১০ টাকায়। এতে সন্তোষ নেই চাষিদের।
দাপুনিয়া থেকে বড়বাজারে ফুলকপি বিক্রি করতে আসা চাষি নেয়ামত বলেন, শুরুতে ভালো দাম পেলেও এখন বাজার একদম পড়ে (কম) গেছে। এবার লেবার বিল ও সার-কীটনাশকের দাম বেশি। ফলে এ দামেও চিন্তা থেকেই যায়।
পাইকারি বিক্রেতা রহিমুদ্দিন জানান, কয়েক সপ্তাহ আগেও জমি থেকে ফুলকপি এনে বাজারে বিক্রি করেছি। এখন দাম কমে যাওয়ায় চাষিরা নিজেই বাজারে আনছেন। এতে আমাদের ব্যবসা কমেছে।
চাষি আলাল জানান, শুরুতে কেজিতে ৫০-৬০ টাকা করে দাম ছিল। পরে ৩০-৪০ এবং এভাবে ক্রমেই বাজার কমেছে। ৩-৪ সপ্তাহের ব্যবধানে এখন বাজার ৮-১০ টাকা। যাদের জমি বৃষ্টি বা পোকার আক্রমণে তেমন নষ্ট হয়নি।
আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/এএসএম