‘পিন্ডি না ঢাকা’ বিষয়ে মাহিন সরকারের ব্যাখ্যা

3 months ago 67

দিল্লি না ঢাকা স্লোগান যতটা প্রাসঙ্গিক, পিন্ডি না ঢাকা তার চেয়ে কম প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।

রোববার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডতে একটি পোস্টে এমন মন্তব্য করেন।

পোস্টে মাহিন সরকার লেখেন, ‘দিল্লি না ঢাকা স্লোগান যতটা প্রাসঙ্গিক, পিন্ডি না ঢাকা তার চেয়ে কম প্রাসঙ্গিক নয়।’

তিনি বলেন, ‘প্রাসঙ্গিকতা অতীতে ছিল, বর্তমানেও আছে। ভবিষ্যতে না থাকার বন্দোবস্তই নতুন বন্দোবস্তের অঙ্গীকার।’

পোস্টের কমেন্ট বক্সে মাহিন রসবোধ করে আরও লেখেন, ‘মাহিন পোস্ট করেছে। কমেন্টে গালাগালি আর পোস্টে হাহা মারো কুইক।’

তবে তার এই পোস্টের কমেন্ট বক্সে অনেককেই নানা ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

Read Entire Article