পুনঃতদন্তে নতুন করে ২৫-৩০ জনকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

2 weeks ago 13

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন করে ২৫ থেকে ৩০ জনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন আলামত পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইসভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, এ তদন্ত নিয়ে দ্রুত গতিতে ও অনেক বেশি কাজ হচ্ছে। তবে ঘটনাটি ১২/১৩ বছর আগে ঘটেছে। সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা, এটা নিয়ে কাজ করছে পিবিআই। আশা করছি তারা দ্রুত আরও কিছু ভালো কাজ করতে পারবে।

শফিকুল আলম বলেন, পুরোনো হত্যা মামলার ক্লু উদঘাটনে পিবিআইয়ের সক্ষমতা রয়েছে। কিছুদিন আগেই তারা তিন দশকের পুরোনো একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে। যদিও এটি কষ্টসাধ্য, কিন্তু তারা এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে প্রচুর সময় দিচ্ছে।

প্রেস সেক্রেটারি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তে নতুন করে ইনভেস্টিগেট (তদন্ত) করার জন্য গত নভেম্বর মাসে একটি টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছিল। আমরা এখানে যারা রয়েছি সবাই সাংবাদিক, সাগর-রুনি আমাদের ভাই ও বোন ছিলেন। সাগর-রুনি আমাদের সাংবাদিকতার একটি ট্র্যাজিক অধ্যায়।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ড নিয়ে আমরা রাস্তায় আন্দোলন-সংগ্রামে ছিলাম। এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমরা পথেও দাঁড়িয়েছি।

এমইউ/ইএ/জিকেএস

Read Entire Article