লাতিন আমেরিকার দেশ পেরুতে বিক্ষোভ-সহিংসতায় ৭৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫৫ জন পুলিশ সদস্য এবং ২০ জন বেসামরিক নাগরিক। দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট জোসে জেরি এ তথ্য নিশ্চিত করেছেন। এক সপ্তাহেরও কম সময় আগে দেশের শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করেন তিনি। খবর এএফপির।
এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তে অভিশংসনের মুখোমুখি হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। জেরি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ৫৫ জন পুলিশ কর্মকর্তা আহত এবং ২০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজার হাজার মানুষ রাজধানী লিমায় বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়।
বিস্তারিত আসছে...
টিটিএন