প্রকাশিত সংবাদের প্রতিবাদ
‘দেড় বছরে মোবাইল ডাটার দাম ৫০% পর্যন্ত বৃদ্ধি’ শীর্ষক প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডও পিছিয়ে নেই। তাদের ১ জিবি ১ দিনের প্যাকেজ ১৬ টাকা থেকে বেড়ে ২২ টাকা, ২ জিবি ৩ দিনের প্যাকেজ ২৮ থেকে বেড়ে ৩৮ টাকা, ৫ জিবি ৭ দিনের প্যাকেজ ৫৫ থেকে ৬৭ টাকা, ৮ জিবি ১৫ দিনের প্যাকেজ ৮৮ থেকে ১০২ টাকা এবং ৩০ জিবি ৩০ দিনের প্যাকেজ ২৮৪ থেকে বেড়ে ৩৫৯ টাকা হয়েছে। প্রতিবেদনে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের পাশাপাশি টেলিটকের বিভিন্ন ডাটা প্যাকেজের মূল্য বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনে উল্লেখিত টেলিটকের বিভিন্ন ভুল সংবলিত ডাটা প্যাকেজের তথ্য এবং উহার বিপরীতে প্রকৃত তথ্য উপস্থাপন করা হলো—
১ জিবি ১ দিনের প্যাকেজ
প্রতিবেদনের তথ্য : প্যাকেজের মূল্য বৃদ্ধি ১৬ টাকা থেকে ২২ টাকা হয়েছে।
টেলিটকের বক্তব্য : ১ জিবি ১ দিনের প্যাকেজ মূল্য ১৬ টাকা যা আগস্ট ২০২৪ থেকে চালু হয়েছে যা অদ্যাবধি অপরিবর্তিত রয়েছে। তবে ১ জিবি ৭ দিন মেয়াদি ভিন্ন একটি প্যাকেজ রয়েছে যার মূল্য ২৭ টাকা থেকে হ্রাস করে ২২ টাকা করা হয়েছে।
২ জিবি ৩ দিনের প্
‘দেড় বছরে মোবাইল ডাটার দাম ৫০% পর্যন্ত বৃদ্ধি’ শীর্ষক প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডও পিছিয়ে নেই। তাদের ১ জিবি ১ দিনের প্যাকেজ ১৬ টাকা থেকে বেড়ে ২২ টাকা, ২ জিবি ৩ দিনের প্যাকেজ ২৮ থেকে বেড়ে ৩৮ টাকা, ৫ জিবি ৭ দিনের প্যাকেজ ৫৫ থেকে ৬৭ টাকা, ৮ জিবি ১৫ দিনের প্যাকেজ ৮৮ থেকে ১০২ টাকা এবং ৩০ জিবি ৩০ দিনের প্যাকেজ ২৮৪ থেকে বেড়ে ৩৫৯ টাকা হয়েছে। প্রতিবেদনে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের পাশাপাশি টেলিটকের বিভিন্ন ডাটা প্যাকেজের মূল্য বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনে উল্লেখিত টেলিটকের বিভিন্ন ভুল সংবলিত ডাটা প্যাকেজের তথ্য এবং উহার বিপরীতে প্রকৃত তথ্য উপস্থাপন করা হলো—
১ জিবি ১ দিনের প্যাকেজ
প্রতিবেদনের তথ্য : প্যাকেজের মূল্য বৃদ্ধি ১৬ টাকা থেকে ২২ টাকা হয়েছে।
টেলিটকের বক্তব্য : ১ জিবি ১ দিনের প্যাকেজ মূল্য ১৬ টাকা যা আগস্ট ২০২৪ থেকে চালু হয়েছে যা অদ্যাবধি অপরিবর্তিত রয়েছে। তবে ১ জিবি ৭ দিন মেয়াদি ভিন্ন একটি প্যাকেজ রয়েছে যার মূল্য ২৭ টাকা থেকে হ্রাস করে ২২ টাকা করা হয়েছে।
২ জিবি ৩ দিনের প্যাকেজ
প্রতিবেদনের তথ্য : প্যাকেজের মূল্য বৃদ্ধি ২৮ টাকা থেকে ৩৮ টাকা হয়েছে।
টেলিটকের বক্তব্য : ২ জিবি ৩ দিনের কোনো প্যাকেজ বর্তমানে নেই। তবে ২ জিবি ১ দিনের ২৮ টাকা মূল্যের এবং ২ জিবি ৭ দিনের ৩৮ টাকা মূল্যের ভিন্ন দুটি প্যাকেজ চালু রয়েছে। এ দুটি প্যাকেজের মূল্য বৃদ্ধি করা হয়নি।
৫ জিবি ৭ দিনের প্যাকেজ
প্রতিবেদনের তথ্য : প্যাকেজের মূল্য বৃদ্ধি ৫৫ টাকা থেকে ৬৭ টাকা হয়েছে।
টেলিটকের বক্তব্য : ৫ জিবি ৭ দিনের প্যাকেজের মূল্য ৬৭ টাকা যা বৃদ্ধি করা হয়নি; বরং গ্রাহককে অতিরিক্ত বোনাস হিসেবে ২৫৬ এমবি ডাটা প্রদান করা হয়েছে।
৮ জিবি ১৫ দিনের প্যাকেজ
প্রতিবেদনের তথ্য : প্যাকেজের মূল্য বৃদ্ধি ৮৮ টাকা থেকে ১০২ টাকা হয়েছে।
টেলিটকের বক্তব্য : গত দেড় বছরে ৮ জিবি ১৫ দিন মেয়াদের কোনো প্যাকেজ নেই। প্রতিবেদনে উল্লিখিত ১০২ টাকায় টেলিটকে ১০ জিবি ৭ দিনের প্যাকেজ রয়েছে, যার মূল্যবৃদ্ধিও হয়নি।
৩০ জিবি ৩০ দিনের প্যাকেজ
প্রতিবেদনের তথ্য : প্যাকেজের মূল্য বৃদ্ধি ২৮৪ টাকা থেকে ৩৫৯ টাকা হয়েছে।
টেলিটকের বক্তব্য : প্যাকেজের মূল্য বৃদ্ধির তথ্য সঠিক নয়। প্রকৃতপক্ষে ৩০ জিবি ৩০ দিনের (১ জিবি প্রতিদিন) প্যাকেজটি প্রাথমিকভাবে ২৯৯ টাকা ছিল, যা পরে হ্রাস করে ২৮৪ টাকা করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহক সাশ্রয়ী মূল্য, স্বচ্ছতা এবং জনবান্ধব সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। টেলিটকের ডাটা প্যাকেজসমূহ দীর্ঘদিন ধরেই দেশের বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এবং সাম্প্রতিক সময়ে টেলিটক কোনো ধরনের মূল্যবৃদ্ধি করেনি বরং সরকারি নির্দেশনা প্রতিপালন করে টেলিটক ৩১ মার্চ ২০২৫ খ্রি. তারিখ থেকে অধিকাংশ প্যাকেজে ১০% মূল্য হ্রাস করেছে। এ ধরনের মিথ্যা সংবাদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটকের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে বিধায় কালবেলার মতো একটি শীর্ষস্থানীয় পত্রিকার কাছ থেকে কাম্য নয়। তাই টেলিটক প্রত্যাশা করে যে, কালবেলা টেলিটক থেকে তথ্য সূত্রের সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করবে।