প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন
সম্পর্কের অন্দরমহল সাধারণত গোপনই রাখেন তারকারা। কিন্তু সম্প্রতি সবাইকে চমকে দিয়ে নিজের অতীত প্রেমের গল্প অকপটে প্রকাশ করলেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। মেখলা দাসগুপ্তর পডকাস্ট ‘লেটস টক উইথ মেখলা’-তে হাজির হয়ে একের পর এক ব্যক্তিগত খোলস ভেঙে সামনে আনলেন তিনি। যেখানে উঠে এলো প্রেম, প্রাক্তন এবং জীবনের অজানা অধ্যায়ের নাটকীয় সব অভিজ্ঞতা।
প্রকাশিত মেখলা দাসগুপ্তের সেই পডকাস্টে ইমন বলেন, ‘প্রতিটি প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রেমের কারণে যখন কোনো নতুন মানুষ আমার জীবনে এসেছেন, আজ আমি যে রকম হয়েছি, তা হতে সাহায্য করেছেন। তাই আমি অনেকটা কৃতিত্ব তাদেরই দেব। প্রতিটি সম্পর্কে যেমন ভালো থাকে, তেমন খারাপও থাকে। তবে দুজন দম বন্ধ করে থাকার চেয়ে মুক্ত বাতাসে উড়ে বেড়ানো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা আমার জীবনে এসেছেন তাদের ধন্যবাদ। তারা যেহেতু সবাই সংগীত জগতের মানুষ, তাই প্রত্যেকের চিন্তাভাবনা ও জীবনদর্শন আলাদা ছিল। তাদের সঙ্গে থেকে আমি গানের ক্ষেত্রেও বিবর্তিত হয়েছি।’
সবশেষে প্রাক্তনদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ইমন বলেন, ‘তোমরা জীবনে ভালো আছো দেখে আমারও ভালো লাগে। আমিও জগন্নাথের আশীর্বাদে সুখে আছি। সবাই যেন সুস্থ ও ভালো থাকতে পারি, সেটাই চাই।’
উল্লেখ্য, ইমনের জীবনের অন্যতম আলোচিত সম্পর্ক ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বয়সের ব্যবধানসহ পারিবারিক ও ব্যক্তিগত কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে অবশ্য নীলাঞ্জন ঘোষের সঙ্গে সংসার করছেন এই গায়িকা।
গানের পাশাপাশি তিনি নিয়মিত প্লেব্যাকও করছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মান তার ঝুলিতে রয়েছে। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে বিচারকের আসনেও দেখা গেছে ইমন চক্রবর্তীকে।