ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় জেল, প্রতিষ্ঠান সিলগালা

2 months ago 12

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জুন) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।

এসময় শহরের মৌলভীপাড়ায় পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র সাহা ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় তাকে তিন দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করা হয়।

এছাড়া শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। জেলরোডে আল খলিল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ১৫ হাজার ও গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. রায়হান তালুকদার, ডা. রাহাত হোসেন, সেনিটারি ইন্সপেক্টর শফিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এমএস

Read Entire Article