ফিলিস্তিনের পাশের দেশে ইসরায়েলের ড্রোন হামলা

1 month ago 11
পূর্ব লেবাননে রাতের ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। আইডিএফ এ তথ্য জানিয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।  বুধবার (৬ আগস্ট)  আইডিএফ জানিয়েছে, গত রাতে লেবাননের উত্তর-পূর্ব বেকা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন।  ইসরায়েলি সেনাবাহিনীর মতে, হাসাম কাসেম ঘারাব নামে ওই কর্মী লেবানন থেকে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উত্তর ইসরায়েলের গোলান হাইটসে রকেট হামলা চালানোর নির্দেশ দিচ্ছিলেন। সন্ত্রাসীদের কার্যকলাপ ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য হুমকিস্বরূপ ছিল। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পরও আইডিএফ লেবাননে হামলা চালিয়ে আসছে। সেসব হামলায় ২৩০ জনেরও বেশি হিজবুল্লাহ কর্মী নিহত হয়েছেন।  ইসরায়েলিদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় আইডিএফ অভিযান চালাতে বাধ্য হয়। কিন্তু লেবানন দাবি করছে, বারবার চুক্তি ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলই আগে হামলা চালাচ্ছে।  এদিকে গাজা দখলের পরিকল্পনায় আরও এগিয়েছে ইসরায়েল। আর সেই পরিকল্পনায় নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য পরিকল্পনায় সায় দেন। ইঙ্গিত দেন, ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী। ইসরায়েল যদি গাজার পুরো এলাকা দখল করে নেয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের ওপরই ছেড়ে দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের ওপর নির্ভর করছে।
Read Entire Article