রাজধানীতে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

2 hours ago 3

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হল- মো. আমজাদ হোসেন বুখারী (২২) ও মাহদী হাসান (২২)। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মতিঝিলের সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচ থেকে তাদেরকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নং পিলারের গায়ে এই দুইজনসহ আরও ৭ থেকে ৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর, উলাইয়াহ বাংলাদেশ’ এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

Read Entire Article