ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি ও সন্ধ্যা ৭টার দিকে একই উপজেলার কাশর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের গাগড়াগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর ইসলাম (২১) এবং তার স্ত্রী নূপুর আক্তার (২০)। তারা দুজন স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত অপরজন হলেন সোনালী আক্তার (১৮)। তার স্বামীর নামও সাগর। তারাও স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর বলেন, দুই মাস আগে সাগর ও নূপুর মাস্টারবাড়ি এলাকায় বাসা ভাড়া নেন। সন্ধ্যায় দুজন ফ্যানের সঙ্গে আলাদা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
মো. হুমায়ুন কবীর আরও বলেন, এদিকে সন্ধ্যা ৭টার দিকে কাশর এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সোনালী। খবর পেয়ে ওই মরদেহও উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া তিনজনই নিঃসন্তান। তারা পারিবারিক বিরোধে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেডএইচ/