ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

1 month ago 9

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এটি এ বছর দেশটির সবচেয়ে বড় দাবানল। আগুনে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধ নারী, নিখোঁজ রয়েছেন আরও একজন। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে, পুড়ে গেছে অসংখ্য বাড়িঘর।

দাবানলের সূত্রপাত হয় অড অঞ্চলের লা হদুদ গ্রামের কাছে। এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে—যা আয়তনে প্যারিস শহরের চেয়েও বড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে অন্তত ১ হাজার ৮০০ দমকলকর্মী ও ৫০০টির বেশি যানবাহন।

ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন সাতজন দমকলকর্মী। তাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি, একজনের অবস্থা গুরুতর। পাঁচটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জোঁকিয়ের গ্রামের ৮০ শতাংশ এলাকা আগুনে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন গ্রামের মেয়র।

তীব্র বাতাস, গরম ও শুকনো গাছপালার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র এই দাবানলকে ‘নজিরবিহীন’ বলেছেন। এখন পর্যন্ত অন্তত ২৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আড়াই হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, অঞ্চলে কম বৃষ্টিপাত এবং পুরনো আঙুরক্ষেত সরিয়ে ফেলার কারণে দাবানলের ঝুঁকি বেড়ে গেছে।
 

Read Entire Article