বয়স সংশোধনে ৮ বছর পর্যন্ত ব্যবধান বিবেচনায় নেওয়া যাবে

4 hours ago 5

প্রবাসীদের বিদেশে পাসপোর্ট ইস্যু বা রি-ইস্যুতে জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে বয়স সংশোধনে সর্বোচ্চ আট বছর পর্যন্ত ব্যবধান বিবেচনায় নেওয়া যাবে।

এ সংক্রান্ত পরিপত্র সংশোধন করে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগের পরিপত্র অনুযায়ী, বয়স সংশোধনে পাঁচ বছর পর্যন্ত ব্যবধান বিবেচনায় নেওয়া যেত।

আরও পড়ুন

এর আগে গত বছরের ২৯ অক্টোবর ‘তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণ’ বিষয়ে জারি করা পরিপত্রের ১ (ঘ) অনুচ্ছেদে বলা হয়, ই-পাসপোর্টে নাম (নিজ, পিতা ও মাতা) ও বয়স সংশোধনের জন্য-আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।

এখন ওই পরিপত্রের ১ (ঘ) অনুচ্ছেদ সংশোধন করে জারি করা আদেশে বলা হয়েছে, জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ (আট) বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।

পরিপত্রে উল্লিখিত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এমআরএম/এমএস

Read Entire Article