বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতির শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশালের নেতা একিন আলী মাস্টার জানান, চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ ও হত্যাকারীদের শনাক্তসহ বেশ কয়েকটি দাবিতে এই কর্মবিরতি শুরু হয়। রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
একিন আলী মাস্টার আরও বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এজন্য রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালনের জন্য নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সব বেসিক ইউনিয়ন ও শাখাগুলোর নেতারা শ্রমিকদের আহ্বান জানান।
শাওন খান/জেডএইচ/জিকেএস