বাংলাদেশ-চীন-পাকিস্তান মিলে কোনো জোট হচ্ছে না : পররাষ্ট্র উপদেষ্টা

2 months ago 6

বাংলাদেশ, চীন ও পাকিস্তানকে ঘিরে ত্রিপক্ষীয় কোনো জোট হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমরা কোনো জোট গঠন করছি না। এই উদ্যোগটি মূলত চীনের এবং এটি সম্পূর্ণভাবে একটি অফিশিয়াল পর্যায়ের বিষয়—এটি রাজনৈতিক কোনো উদ্যোগ নয়।’ 

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, গত ১৯ জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠককে কেন্দ্র করে একটি সম্ভাব্য জোট গঠনের গুঞ্জন ওঠে।

তৌহিদ হোসেন জানান, ওইদিন কুনমিংয়ে একটি প্রদর্শনী চলছিল। সেখানে সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্রসচিবেরা বসে আলাপ করেন। আলোচনার বিষয় ছিল সংযুক্তি (কানেকটিভিটি), ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি। কোনো রাজনৈতিক বা জোট গঠনের আলোচনার প্রসঙ্গই আসেনি। এটি ছিল বাস্তবভিত্তিক কিছু সম্ভাবনার আলোচনা মাত্র। 

তিনি আরও বলেন, এটা নিয়ে বেশি কিছু অনুমান করার প্রয়োজন নেই। আমরা এটিকে যেভাবে দেখেছি, সেটাই আমাদের বিজ্ঞপ্তিতে উঠে এসেছে। অন্য দেশগুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে, এটিই স্বাভাবিক। ভবিষ্যতে যদি আরও কাঠামোগত অগ্রগতি হয়, তাহলে তা জানানো হবে। 

তিন দেশের মধ্যে সহযোগিতা জোরদারে চীন ও পাকিস্তানের পক্ষ থেকে একটি 'জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ' (JWG) গঠনের কথা বলা হলেও, বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তার উল্লেখ নেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কিছু অস্বীকার করছি না। কিন্তু আমাদের বিজ্ঞপ্তিতে যা আছে, তা থেকেই পরিষ্কার যে এটি খুব বড় কোনো কাঠামোগত বিষয় নয়।’ 

ত্রিপক্ষীয় বৈঠকটি তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, এটি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে করা হয়নি। আর যদি অন্য কোনো দেশও এমন বৈঠক চায়, যেমন ভারত বা নেপাল- তাহলেও আমরা প্রস্তুত। বিষয়টি হলো কানেকটিভিটি ও অর্থনৈতিক সুযোগ বাড়ানো। 

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যেহেতু চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক হয়েছে, তাই কিছুটা সন্দেহ বা আলোচনার জন্ম দিয়েছে। অথচ যদি অন্য কোনো তিন দেশ যাদের নাম বিতর্কিত নয়—এই বৈঠকে থাকত, তাহলে হয়তো এ নিয়ে এত আলোচনা হতো না। 

তিনি মন্তব্য করেন, তিন দেশ একসঙ্গে বসেছে, এটিই বাস্তবতা। কিন্তু এটিকে ঘিরে অতিরিক্ত জল্পনার সুযোগ নেই। শুধুমাত্র দেশগুলোর নামের কারণেই এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 
 

Read Entire Article