বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

14 hours ago 6

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে এর আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

প্রধান অতিথি হিসেবে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

এতে বিশেষ অতিথি ছিলেন মোতাহার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাহিদুজ্জামান গগন, ইঞ্জিনিয়ার এবি সরকার, ইঞ্জিনিয়ার মো. শওকত আলী, মো. বাবলুর রহমান, মোয়াজ্জেম হোসেন মানিক ও সংগঠনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে সব কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আগামী ৪ বছরের জন্য মো. আবুল কাসেম সভাপতি ও মোস্তাফিজুর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে সারা দেশের সব সাংগঠনিক জেলা ও উপজেলার সহস্রাধিক কাউন্সিলর ও ডেলিগেটস উপস্থিত ছিলেন।

Read Entire Article