বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ক্যারিবীয় পেসার জোসেফ

13 hours ago 6

কাঁধের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটিও খেলতে পারেননি শামার জোসেফ। শেষ পর্যন্ত তার কাঁধের সেই ইনজুরি পুরো সিরিজ থেকেই জোসেফকে ছিটকে দিলো। রিপোর্টে জানানো হয়েছে, শামার জোসেফ কাঁধে বেশ অস্বস্তি অনুভব করছিলেন।

২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও চোটের কারণে খেলতে পারেননি। এবার বাংলাদেশের ওয়ানডে সিরিজেও একই কারণে তার দলে ফেরা স্থগিত হলো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) জানিয়েছে, `জোসেফের কাঁধে কিছু অস্বস্তি রয়েছে এবং তাকে ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর সুপারিশ করা হয়েছে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য।‘

শামার জোসেফের সাথে দলের আরেক তরুণ বোলার জেদিয়া ব্লেডস-ও চোটের কারণে ছিটকে গেছেন। ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার পিঠের নিচে স্ট্রেস ফ্র্যাকশ্চারে ভুগছেন এবং তিনি শুধু বাংলাদেশের সফরই নয়, পরবর্তী নিউজিল্যান্ড সফর থেকেও বাদ পড়েছেন। ব্লেডস পুনর্বাসনের জন্য নিজ দেশে ফিরে যাবেন বলে জানানো হয়েছে।

এই দুই বোলারের পরিবর্তে আকিল হোসেন এবং র‌্যামন সাইমন্ডসকে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ করা হয়েছে বাকি দুই ওয়ানডের জন্য। দুজনই আগে থেকেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ঢাকার অস্বাভাবিক ধূসর পিচে বাংলাদেশ ৭৪ রানে জয়ী হয় বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২১ (আজ) ও ২৩ অক্টোবর।

আইএইচএস/জিকেএস

Read Entire Article