বাংলাদেশ সিরিজে পাকিস্তানের কোচিং স্টাফ থেকে বাদ আজহার মাহমুদ

3 months ago 7

বাংলাদেশ সিরিজের আগে ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের ঢেলে সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৮ মে থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের আগে সহকারী কোচ আজহার মাহমুদকে কোচিং স্টাফ থেকে বাদ দেওয়া হয়েছে।

পিসিবির ঘোষণা অনুযায়ী, নিউজিল্যান্ডের মাইক হেসন দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন। আর অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকে বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ও হানিফ মালিক কাজ করবেন ব্যাটিং কোচ হিসেবে। এছাড়া নবীদ আকরাম চীমা দল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন সহায়ক স্টাফে আরও আছেন মোহাম্মদ মাসরুর (ফিল্ডিং কোচ), ক্লিফ ডিকন (ফিজিওথেরাপিস্ট), এবং ইমরানুল্লাহ (স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ)। দল পরিচালনায় থাকবেন একজন টিম অ্যানালিস্ট, ডাক্তার, নিরাপত্তা ব্যবস্থাপক, মাসিউর ও মিডিয়া ম্যানেজার।

লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) হেড কোচ হিসেবে হেসনের প্রথম অ্যাসাইমেন্ট।

এর আগে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন আজহার মাহমুদ। হেসনের নিয়োগের আগে হেড কোচের পদে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে মাহমুদ বলেছিলেন, আমি অবশ্যই পাকিস্তান দলের প্রধান কোচের পদে আবেদন করবো। যদিও বোর্ড তাকে এই গুরুত্বপূর্ণ ভূমিকায় বিবেচনা করেনি।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৮ মে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে এবং শেষ ম্যাচ ১ জুন। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

বাংলাদেশ দল তিন ভাগে পাকিস্তানে পৌঁছাবে। প্রথম দল আজ রোববার সকালেই লাহোরে পৌঁছেছে। এই ১০ সদস্যের দলের মধ্যে আছেন হাসান মাহমুদ, মোহাম্মদ তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব এবং সাপোর্ট স্টাফের সদস্যরা।

পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

এমএইচ/জেআইএম

Read Entire Article