বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা ৩

5 hours ago 3

রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলনে- শাওন আলী (১৮), হৃদয় বাবু (১৯) ও রাকিবুল হাসান (১৪)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে আফতাবনগরের এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

বাড্ডা থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে শাওন ও হৃদয়ের নিকট থেকে দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো।

বাড্ডা থানার মামলায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Entire Article