বাড্ডায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

2 months ago 59

রাজধানীর উত্তর বাড্ডার একটি ভাড়া বাসা থেকে সুমি আক্তার (২৭) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

জানা গেছে, সুমি আক্তার পটুয়াখালীর দুমকি উপজেলার বুনিয়া গ্রামের মো. হানিফ হাওলাদারের মেয়ে। তিন মাস আগে রাসেল নামে এক ব্যক্তি নিজেকে সুমির স্বামী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন। এ ঘটনার পর থেকে তিনি পলাতক।

সোমবার (১৬ জুন) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা সুমা বলেন, খবর পেয়ে রাতে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতব্বরের বাসার তৃতীয় তলা থেকে সুমি আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাসেল নামে এক ব্যক্তি নিজেকে স্বামী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন। ওই ব্যক্তি চেতনানাশক কোনো কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যা করে পালায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এমএস

Read Entire Article