বামপন্থি শিক্ষার্থীদের তোপের মুখে ঢাবির প্রক্টর

4 days ago 4

শিক্ষা ভবন এলাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় বামপন্থি শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর ও কয়েকজন সহকারী প্রক্টর। এ সময় প্রক্টরসহ অন্যান্য শিক্ষকদের দিকে তাদের মারমুখী ভঙ্গিতে তেড়ে যেতে দেখা যায়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বাক-বিতণ্ডায় জড়ান তারা। এর আগে প্রক্টরের কাছে জবাবদিহিতা চেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে যান বামপন্থি শিক্ষার্থীরা।

আলোচনায় গিয়ে প্রক্টর ও সহকারী প্রক্টরদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই তাদের সাঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় তারা প্রক্টরকে, হামলাকারী পুলিশের বিরুদ্ধে মামলা করা এবং হামলার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে বিবৃতি দেওয়ার জন্য জোর করতে থাকেন।

প্রক্টর সাইফুদ্দিন আহমদ তাদের কথা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তার ওপর চড়াও হন বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। এই প্রতিবেদন লিখা পর্যন্ত বামপন্থি শিক্ষার্থীরা প্রক্টর অফিসের বাইরে বিক্ষিপ্তভাবে অবস্থান করছিলেন।

বিকেল ৫টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা প্রক্টর অফিসে তালা ঝুলবে বলে হুমকি দেন তারা।

এমএইচএ/এএমএ/জিকেএস

Read Entire Article