ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত বাসের বাইরেও অতিরিক্ত অনেক বাসের ব্যবস্থা করা হয়েছে। সেসব বাসে করে ক্যাম্পাসে এসে ভোট দিয়ে পুনরায় সেসব বাসেই ফিরে যাচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, বাস ভর্তি করে শিক্ষার্থীরা কেন্দ্রগুলোর সামনে এসে নামছেন। এরপর তারা ভোটের লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, স্বাভাবিক সময়ের চেয়ে বাস অনেক বাড়ানো হয়েছে। একই সঙ্গে শিডিউলও আজকের দিনের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে। সেটা আগেই জানানোর কারণে সবার জন্য সুবিধা হয়েছে।
অনাবাসিক শিক্ষার্থী ফাহিম মাসরুর জাগো নিউজকে বলেন, সবাই ধারণা করেছিল অনাবাসিক শিক্ষার্থীরা মনে হয় কম আসবে। কিন্তু বাস বৃদ্ধির কারণে সবাই আসছে। বেলা বাড়লে এই সংখ্যা আরও বাড়বে। সবগুলো বাসই একদম ভর্তি হয়ে আসছে। উৎসবমুখর পরিবেশ বলাই যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ছাত্রীদের কেন্দ্রগুলোতে সকাল থেকে দীর্ঘ সারি দেখা যায়।
আটটি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেবেন।
এমএইচএ/ইএ/জিকেএস