বিএনপি নেতা ‘মুরগি আফজাল’কে ঘিরে উত্তপ্ত রাজধানীর মধ্যপাইকপাড়া

2 months ago 7
ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন মধ্যপাইকপাড়ায় বিএনপির ১১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আফজাল হোসেন ওরফে ‘মুরগি আফজাল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও ভয়ভীতি দেখানোর অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে স্থানীয় এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। তারা অভিযোগ করেন, মুরগি আফজাল দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় মানুষকে হয়রানি করছেন এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি। এদিকে ২৮ জুন বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে আফজালকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এক চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মিরপুর থানাধীন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফজাল হোসেনকে আগামী তিন মাসের জন্য দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। চিঠিটি স্বাক্ষর করেন মহানগর উত্তরের মুখ্য আহ্বায়ক এবিএমএ রাজ্জাক। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে জানানো হয়। বিক্ষোভে অংশ নেওয়া এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার অত্যাচারে অতিষ্ঠ। এখন শুধু পদ থেকে অব্যাহতি নয়, আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। স্থানীয়দের দাবি, মুরগি আফজাল ও তার অনুসারীরা দিনের বেলা প্রকাশ্যে চাঁদা তোলে, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হুমকি দেয়। বিক্ষোভ শেষে মিরপুর মডেল থানায় এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে মুরগি আফজালের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি প্রদান, সন্ত্রাসী কার্যকলাপ ও জনজীবন বিপর্যস্ত করার সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ করা হয়েছে। থানার এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
Read Entire Article