বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত একজনের মৃত্যু

4 hours ago 2

রাজশাহীর তানোরে বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত গানিউল ইসলাম (৫০) মারা গেছেন।

বুধবার (১২ মার্চ) দুপরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। গানিউল ইসলাম তানোরের পাঁচন্দর ইউনিয়নের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিলের পূর্বে কৃষ্ণপুর মোড়ে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোত্তুজাদের অনুসারীদের সঙ্গে ওই ইউনিয়নের সাবেক সভাপতি মোমিন গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে।

মাহফিল শুরুর দিকে পাচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও সাবেক সভাপতি আব্দুল মোমিন দুই গ্রুপের নেতাকর্মী সমর্থকেরা কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে গ্রহণ করার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। তবে সাবেক সভাপতি আব্দুল মোমিন গ্রুপের পক্ষ থেকে তারাই প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাঁধা দেয় প্রতিপক্ষ।

এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন ও তার বড় ভাই গানিউল ইসলাম ও তাদের অনুসারী নেতাকর্মীরা বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোত্তুজার ওপর হামলা চালায়। খবরটি ছড়িয়ে পড়লে প্রভাষক মুজিবুর রহমানের অনুসারীরা হামলা চালায়। এতে গানিউল গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, তিনি নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফজাল হোসেন বলেন, কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

Read Entire Article