সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ মার্চ ২০২৫

4 hours ago 2

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা
বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে ২৭ কোটি ডলারের বেশি নতুন তহবিল ঘোষণা করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন।

পাকিস্তানে ট্রেনে জিম্মিদশা, নিরাপত্তা অভিযানে নিহত ২৭
পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেনে জিম্মিদশা থেকে দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি নিরাপত্তা অভিযানে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। বেলুচিস্তানের দুর্গম অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার জাফর এক্সপ্রেসে সন্ত্রাসীরা হামলা চালায়। সে সময় ট্রেনের চার শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়।

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে ইইউ
পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। বুধবার (১২ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের কমিশন এ তথ্য জানিয়েছে। এতে বাণিজ্য যুদ্ধ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র কি মন্দার দিকে এগোচ্ছে?
ডোনাল্ড ট্রাম্প গত বছরের নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রে এক নতুন সমৃদ্ধির যুগ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই মাস পর তিনি অর্থনীতির বিষয়ে ভিন্ন সুরে কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ দশমিক ৮ বিলিয়ন কানাডিয়ান ডলার (২২.০৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবে কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক কানাডীয় কর্মকর্তা। তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।

ইউক্রেনকে ফের সামরিক সহায়তার ঘোষণা ট্রাম্পের
রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এবার ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষে এই ঘোষণা দেয় মার্কিন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কফি চুরির ঘটনা
যুক্তরাষ্ট্রে ট্রাকভর্তি সবুজ কফি বিন চুরির ঘটনা বেড়ে চলেছে। কারণ গত এক বছরে কফির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পরিবহন সংস্থাগুলো জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় কফি আমদানিকারক দেশটিতে এই চুরি উদ্বেগজনক হারে বাড়ছে। গত সপ্তাহান্তে মার্কিন ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বিষয়টি আলোচনায় উঠে আসে।

সৌদি আরবে ঈদে বেসরকারিখাতে ৪ দিন ছুটি
সৌদি আরবের মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনকখাতের কর্মীদের জন্য চার দিনের ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে।

ভারতের জিও-এয়ারটেলের সঙ্গে স্টারলিংকের চুক্তি, মাস্কের বড় জয়
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও এবং তার প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেল আলাদাভাবে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে চুক্তি করেছে, যার মাধ্যমে দেশটিতে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করা হবে। এই চুক্তি বিশ্লেষকদের অনেকটাই অবাক করেছে, কারণ মাস্ক সম্প্রতি এই দুই কোম্পানির সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছিলেন।

ট্রাম্পের শুল্ক নিয়ে এশিয়ার সংযত প্রতিক্রিয়া, পাল্টা ব্যবস্থা ইউরোপের
সব দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিরুদ্ধে এশিয়ার বড় অর্থনীতির দেশগুলো সতর্ক ও সংযত প্রতিক্রিয়া জানালেও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়া। বিশেষ করে, উল্টো শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

মূল্যস্ফীতি মোকাবিলায় কর্মীদের বেতন বাড়াচ্ছে জাপানের কোম্পানিগুলো
চলমান মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কর্মীদের মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপানের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো। বুধবার (১২ মার্চ) এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

কেএএ/এমএস

Read Entire Article