বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে প্রকৌশলীদের শ্রদ্ধা

1 week ago 11
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলপন্থি প্রকৌশলীরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে তারা এই ফুলেল শ্রদ্ধা জানান।  এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী এ টি এম তানবিরুল হাসান তমাল, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, প্রকৌশলী আ. হালিম মিয়া, প্রকৌশলী গোলাম মাওলা, প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া, প্রকৌশলী শামিম রাব্বি সন্চয়, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী নুর আমিন লালন, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী আবু হোসেন হিটলু, প্রকৌশলী তোফাজ্জল সুজন, প্রকৌশলী কামরুল হাসান সাইফুল, প্রকৌশলী জহিরুল জনি, প্রকৌশলী ফারুকুল জনি, প্রকৌশলী কামরুল হাসান উজ্জ্বল, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী আইনুল কবীর, প্রকৌশলী আনোয়ার হোসেন রনি, প্রকৌশলী শাহীন হাওলাদার,  প্রকৌশলী সাহেদুল আজিম সজল, প্রকৌশলী মহব্বত, প্রকৌশলী এনামুল কবির সোহাগ, প্রকৌশলী আওলাদ হোসেন বাচ্চু প্রমুখ। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। দলটি জানিয়েছে, জনদুর্ভোগের কথা চিন্তা করে ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে, ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মজা পুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর আগে বিএনপি জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলটি জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সারা দেশে সব মহানগর ও জেলায় আলোচনাসভা ও র‌্যালি হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা ও পৌর এলাকায় আলোচনাসভা ও র‌্যালি হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সব মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় একটি গোলটেবিল আলোচনা হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে।  
Read Entire Article