বিএনপির রাজনীতিতে দুর্বৃত্তদের স্থান হবে না : ভিসি ড. ওবায়দুল

3 months ago 57

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বিএনপি ধৈর্যের পরিচয় দিয়ে রাজপথে টিকে আছে। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি বলেন, নিজেরা বিচ্ছিন্ন হলে বা বিশৃঙ্খলার সৃষ্টি করলে দেশের নতুন করে ফ্যাসিবাদী শাসনের জন্ম হতে পারে, দলের মধ্যে যারা শৃঙ্খলা ভঙ্গ করে দলের দুর্নাম করছে সেসব দুর্বৃত্তের স্থান বিএনপিতে হবে না।

সোমবার (০২ জুন) দুপুর ১২টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির, অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার। 

অন্যদের মধ্যে আলোচনা করেন- যুবদল নেতা বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান পলাশ, ছাত্রদল নেতা মো. আবু সালে ও মেহেদী হাসান সজল। দোয়া মাহফিল শেষে অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। 

Read Entire Article