শিল্পখাতে গ্যাসের চাহিদা পূরণে বিদ্যুৎ খাত থেকে বরাদ্দ কমিয়ে শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রনালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ রুবায়েত খান এর সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিটি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- পোশাক শিল্পে ডিপিপি সিস্টেম বাস্তবায়নে সমঝোতা স্মারক
- ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ
বলা হয়, চলতি বছরের জুন মাস থেকে বিদ্যুৎ খাতের বরাদ্দ কমিয়ে ১৫০ এমএমসিএফডি গ্যাস শিল্পখাতে দেওয়া হবে। মে-আগস্ট ২০২৫ সময়ের পূর্ব পরিকল্পনার তুলনায় চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হবে, যা শিল্পখাতে আরও ১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ বাড়াবে। অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে অভিযান পরিচালনার জন্য ব্যবসায়ী/শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধি, পেট্রোবাংলা এবং গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আর্মি ও আনসার সহযোগে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
চিঠিতে আরও বলা হয়, অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে মনিটরিং ও যৌথ অভিযান পরিচালনার সুবিধার্থে তিতাসের কার্যালয়ে একটি হটলাইন নম্বর চালু করা হবে।
৭ মে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয়েছে।
এনএস/এএমএ/এমএস