বিবাদ মিটাতে গিয়ে পিঁড়ির আঘাতে প্রাণ গেলো ইউপি মেম্বারের

5 days ago 7

গাইবান্ধা সদরে দুই পক্ষের বিবাদ মিটাতে গিয়ে কাঠের তৈরি বসার পিঁড়ির আঘাতে আব্দুর জব্বার (৬৫) নামের এক ইউপি মেম্বারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর জব্বার বোয়ালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ছিলেন। তিনি নশরৎপুর গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জীবিকার তাগিদে ময়নুল মালদ্বীপে অবস্থান করছেন। দাম্পত্য জীবনে তাদের বনিবনা হচ্ছিল না।

বিবাদ মিটাতে গিয়ে পিঁড়ির আঘাতে প্রাণ গেলো ইউপি মেম্বারের

সাংসারিক নানা বিষয় নিয়ে কলহের জেরে আজ শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন রোজিনা। বিষয়টি সমাধানের জন্য দুপুর ১২টার দিকে ওই বাড়িতে যান রোজিনার নিকটাত্মীয় স্থানীয় ইউপি মেম্বার আব্দুর জব্বার।

এসময় দুই পক্ষের বিতণ্ডার একপর্যায়ে ময়নুলের মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরাণী কাঠের পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে তিনি মারা যান।

বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বলেন, বসার পিঁড়ি দিয়ে আঘাত করায় মারা গেছে—এ বিষয়টি এখনো প্রমাণ হয়নি। সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেবো।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ এইচ শামীম/এসআর/এএসএম

Read Entire Article