বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড
বিশ্বকাপের বাছাই পর্বে খেললেও ছিটকে গিয়েছিল স্কটল্যান্ড। সেই সময়েই বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল তাদের। কিন্তু বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকার করায় কপাল খুলে স্কটিশদের। র্যাঙ্কিংয়ের বিচারে সবচেয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শনিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে আইসিসি। আর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের ছবি পোস্ট করে স্কটল্যান্ড। সেই পোস্টের ক্যাপশনে লেখে, ‘আমরা সবসময়ই প্রস্তুত।’
এ প্রসঙ্গে মুখ খুলেছেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা ট্রুডি লিন্ডব্লেড। তিনি জানান, শনিবার সকাল থেকেই এ বিষয়ে জানতে পেরেছিলেন তারা। জয় শাহ নিজেই যোগাযোগ করেছিলেন তাদের সঙ্গে। সেটাও জানিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।
লিন্ডব্লেড বলেন, ‘আইসিসির পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপে খেলব কি না। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আইসিসি’র কাছে কৃতজ্ঞ। স্কটল্যান্ডের প্লেয়ারদের কাছে এটা বিশ্বমঞ্চে নিজেদে
বিশ্বকাপের বাছাই পর্বে খেললেও ছিটকে গিয়েছিল স্কটল্যান্ড। সেই সময়েই বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল তাদের। কিন্তু বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকার করায় কপাল খুলে স্কটিশদের। র্যাঙ্কিংয়ের বিচারে সবচেয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শনিবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করে আইসিসি। আর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের ছবি পোস্ট করে স্কটল্যান্ড। সেই পোস্টের ক্যাপশনে লেখে, ‘আমরা সবসময়ই প্রস্তুত।’
এ প্রসঙ্গে মুখ খুলেছেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা ট্রুডি লিন্ডব্লেড। তিনি জানান, শনিবার সকাল থেকেই এ বিষয়ে জানতে পেরেছিলেন তারা। জয় শাহ নিজেই যোগাযোগ করেছিলেন তাদের সঙ্গে। সেটাও জানিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।
লিন্ডব্লেড বলেন, ‘আইসিসির পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপে খেলব কি না। আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আইসিসি’র কাছে কৃতজ্ঞ। স্কটল্যান্ডের প্লেয়ারদের কাছে এটা বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ। তবে এটা মানতেই হবে যে ব্যতিক্রমী পরিস্থিতির জন্যই এই সুযোগ তৈরি হয়েছে।’
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন সিরিজ়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল স্কটল্যান্ড ক্রিকেট দল। আইসিসি’র এই ঘোষণার পর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে স্কটল্যান্ড শীঘ্রই ভারতের উদ্দেশে রওনা দেবে। স্কোয়াডে কারা জায়গা পাবেন, সেটাও দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্কটল্যান্ড।