বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

2 weeks ago 9
বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক এ বিচারকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২০ আগস্ট) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়। সেখানে বলা হয়, বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে সাহসী লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি তার দয়া, নম্রতা ও মানুষের কল্যাণের প্রতি অটল বিশ্বাসের জন্য জনপ্রিয় ছিলেন। আরও বলা হয়, বিচারক ক্যাপ্রিও আদালত কক্ষ এবং তার বাইরেও তার কাজের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবনকে স্পর্শ করেছিলেন। তার ব্যক্তিত্ব, রসবোধ ও দয়া সকলের ওপর এক অমোচনীয় ছাপ রেখে গেছে। ইনস্টাগ্রাম পোস্টে আরও বলা হয়, তিনি কেবল একজন সম্মানিত বিচারক হিসেবেই নয় বরং একজন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ এবং বন্ধু হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন। তার কাজের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিডেন্স’ নামে টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক, যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি। ২০২৩ সালের ৬ ডিসেম্বর তার প্যানক্রিয়াটিক ক্যানসার ধরা পড়ে, যা এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার ভক্তদের জানিয়ে বলেন, আমাকে প্রার্থনায় স্মরণ করবেন এবং সুস্থতার জন্য দোয়া করবেন।
Read Entire Article