বিশ্বের সবচেয়ে বয়স্ক লামা, পেয়েছে দাদুর খেতাব

4 hours ago 5

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার ভিক্টোরি জংশন ক্যাম্প। গুরুতর অসুস্থ এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের আনন্দের জন্য ক্যাম্পটিতে আনা হয়ে থাকে। সেখানে থাকা অন্যান্য পশু ও বেড়াতে আসা শিশুদের ‘দাদু’ বলে খ্যাতি পেয়েছে একটি লামা। তুষার-রঙের হোয়াইটটপ নামের সেই লামাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পোষা লামার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লামাটির বয়স ২৭ বছর ২৫০ দিন। দাদুর মতো ব্যক্তিত্ব তার। ভিক্টোরি জংশন ক্যাম্পে গুরুতর অসুস্থ শিশুদের সাথে ধৈর্য ধরে খেলাধুলা করে এবং অন্যান্য খামারের পশুদের ওপর খবরদারি করে তার দিন কাটায়। ভিক্টোরি জংশনের লোকজনের কাছে হোয়াইটটপ পরিবারের সদস্যের মতো।

লামার মুখের আকৃতি উটের মতো। হঠাৎ করে তাকালে ছোটখাটো উট মনে হতে পারে। কিন্তু এটির দেহ দেখতে অনেকটা ছাগল বা ভেড়ার মতো। তবে সেটির গলা ছাগলের গলার চেয়ে বেশ লম্বা।

ভিক্টরি জংশনের পরিচালক বিলি জো ডেভিস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছেন, আমাদের ক্যাম্পে অসুস্থ শিশুরা বেড়াতে আসে। লামা তাদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। সহজে মিশে যায়। শিশুরা এতে আনন্দ পায়।  সে শুধু শুয়ে-বসে থাকে এবং দুপুরের খাবারের সময় না হওয়া পর্যন্ত বসা থেকে উঠে না। শিশুদের তাকে ছুঁয়ে দেখতে, আদর করতে ও ভালোবাসতে দেয়। সে এমন আচরণ করে যেন এটাই তার কাজ। যেন এটাই তার চাকরি। সত্যি বলতে, ক্যাম্পে এটি তার চাকরি।

ক্যাম্পে হোয়াইটটপ ছাড়াও ৯টি ঘোড়া, দুটি ছাগল, দুটি খরগোশ, দুটি গাধা এবং একটি গরু আছে। তার চারণভূমির সঙ্গী হল জেড এবং জেথ্রো নামে দুটি ক্ষুদ্র গাধা। লামাটির সবচেয়ে ভালো বন্ধু গাস-গাস নামের একটি খুদে আকৃতির গরু। সে হোয়াইটটপের পাশেই বেড়ে ওঠেছে। গাস-গাসও তাকে দাদা বলে মনে করে।

সূত্র : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

Read Entire Article