আসন্ন বিসিএসে অংশ নেওয়ার সুযোগ করে দিতে দ্রুত পরীক্ষার দাবিতে বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে শিক্ষার্থীরা তালা দেন। এসময় বিভাগ কর্তৃক স্বেচ্ছাচারিতা ও ইচ্ছা করে আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, লেভেল ফাইভ সেমিস্টার-২ দ্রুততম সময়ে নিয়ে আসন্ন ৪৭ তম বিসিএসে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
জাকির হোসেন নামের বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, ‘বারবার বিভাগে আবেদন দিয়েও আমরা পজিটিভ ফিডব্যাক পাইনি। এর আগে আন্দোলন করলে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করি। অথচ সারাদেশের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও আমরা বঞ্চিত হচ্ছি। বিভাগ আমাদের কোনো সমাধান দিতে পারেনি। শেষবারের মতো আমরা বিভাগে তালা দিয়ে অবস্থান নিয়েছি।’
হেমা আক্তার ইভা নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘শুধু ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে ৪৭ জন শিক্ষার্থীর জীবন এখন হুমকির মুখে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৪৭ জন বাদে সবাই বিসিএস দিতে পারছেন, শুধু আমরাই পারছি না। যতক্ষণ পরীক্ষার রুটিন হাতে না পাবো রাজপথ ছাড়বো না।’
এ বিষয়ে জানতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ময়জুর রহমানকে একাধিকবার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন ভেটেরিনারি আন্ড অ্যানিম্যাল সায়েন্সেস ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেন। এরপর গত ১৩ জানুয়ারি ইন্টার্নশিপ থেকে কর্মবিরতি দিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিভাগের চেয়ারম্যানসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন তারা। প্রশাসন থেকে সমাধান না পেয়ে আজও বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন।
মনির হোসেন মাহিন/এসআর/জিকেএস