বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কারাগারে

2 weeks ago 16

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান তোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্দননগর গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খালেকুজ্জামান তোতা উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। তিনি চন্দননগর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিস্ফোরক মামলায় নিজ বাড়ি থেকে খালেকুজ্জামান তোতাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি ৩৭ জন। অজ্ঞাতনামা আসামি করা হয় ৩০০/৪০০ জনকে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article