বিয়ে করলেন শাকিলা পারভীন

3 hours ago 3

দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন বিমান বাংলাদেশের কেবিন ক্রু আরবিন খান সোহানকে বিয়ে করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের এনগেজম্যান্ট হওয়ার কথা ছিল। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার দিকটা বিবেচনা করেই পাত্র পক্ষ ২৩ ফেব্রুয়ারি অনেকটা হঠাৎ করেই আকদ করে ফেলেন।

শাকিলা পারভীন ও আরবিন সোহানের পরিচয় দীর্ঘ আট বছর ধরে। ছিলেন প্রেমের সর্ম্পকে। আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে ভীষণ খুশী শাকিলা পারভীন । তিনি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে দিয়েছেন। আমি সত্যিই খুশী। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাাখেন। আমরা যেন সুখে-দুঃখে সারাটি জীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারি।’

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরও বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন।

Read Entire Article