বেশিরভাগ মেয়েই ছলচাতুরী করে : ফারিয়া শাহরিন

3 months ago 55

দুই বছরের দীর্ঘ বিরতির পর ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারিয়া শাহরিন ফিরে এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে। তিনি জানান, গত দুই বছর কোনো কাজ করেননি, কারণ তার লক্ষ্য ছিল একটাই, ভালো একটি কাজ করা।

ফারিয়া বলেন, ‘আমি হাজার হাজার কাজ করতে চাইনি, শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। কাজের জন্য সবাই আমাকে প্রশ্ন করত, কেন কাজ করছ না? এবার বলতে পারছি যে আমি ফিরছি।’

ফারিয়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন থ্রি থেকে অন্তরার চরিত্রে আসেন। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, অনেকেই ভুলবশত তাকে ‘রোকেয়া’ ভেবে থাকেন। তিনি জানান, নোয়াখালীতে শুটিংয়ের সময় শুটিং দেখতে গাছে উঠেও মানুষ অপেক্ষা করত।

অন্তরা চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে ফারিয়া বলেন, ‘বেশিরভাগ মেয়েই ছলচাতুরী করে, কিন্তু অন্তরা দুষ্টু হলেও শুভকে ভালোবাসে। ওই পর্বটাতে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়, তারপর অন্তরা নিজেই শুভকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। যদি অন্তরা সত্যিই দুষ্টু হতো, তাহলে সে তো বিয়ে করতে চাইত না।’

তবে এত জনপ্রিয় চরিত্র হওয়ার কারণে ফারিয়া বারবার একই রকম চরিত্রে আটকে যাচ্ছেন বলে কষ্ট প্রকাশ করেন, ‘আমার ১০টি স্ক্রিপ্টের মধ্যে ৯টিতে দুই নম্বর চরিত্রে অভিনয় করার কথা আসে।’

ঈদের পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন লটের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ফারিয়া। তিনি আশা প্রকাশ করেছেন দর্শক তাদের প্রিয় অন্তরাকে আবারও দেখতে পাবেন।

 

Read Entire Article