বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি-সদস্যদের সম্মানী বন্ধ

4 hours ago 8

বেসরকারি কলেজগুলো থেকে পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডির সদস্যরা কোনো আর্থিক সুবিধা বা সম্মানী নিতে পারবেন না বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই সঙ্গে এসব কলেজের গভর্নিং বডি ও অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) আলাদা দুটি অফিস আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে।

কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত আদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, একজন ব্যক্তি দুইটির বেশি কলেজের গভর্নিং বডির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন না। গত ১৮ নভেম্বর উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি কলেজের অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি মনোনয়নে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, একইদিনে আরেক আদেশে কলেজের গভর্নিং বডি ও অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যপদ অবৈতনিক উল্লেখ করে কলেজ থেকে আর্থিক সুবিধা নিতে গভর্নিং বডির সদস্যদের নিষেধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

কলেজ পরিদর্শক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ অনুযায়ী গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতিসহ সব সদস্যের পদ সম্মানীয় অবৈতনিক পদ। সমাজের সম্মানীয় ব্যক্তিদের অর্জনগুলোকে বিবেচনায় নিয়ে তাদের গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়ে থাকে। কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতিসহ সদস্যরা যেসব দায়িত্ব পালন করেন, সেসব মূলত স্বেচ্ছাসেবী বা সেবামূলক কাজ।

এতে আরও বলা হয়েছে, অবৈতনিক, স্বেচ্ছাসেবী বা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা বাবদ গভর্নিং বডি, অ্যাডহক কমিটির সভাপতিসহ সব সদস্যকে সিটিং অ্যালাউন্স, সম্মানী বা কোনো প্রকার আর্থিক সুবিধা নেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হলো।

এর ব্যত্যয় হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে বলেও আদেশে বলা হয়েছে।

এএএইচ/এএমএ

Read Entire Article