বৈষম্যবিরোধী শহীদদের স্মরণে ‘শহীদ চত্বর’ নির্মাণকাজ উদ্বোধন 

6 hours ago 4
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই ২৪’ নামে ‘শহীদ চত্বর’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে শহীদ শ্রাবণের বাবা নেছার আহমেদ ফেনী সদর হাসপাতাল সম্মুখে শহীদ চত্বরের ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২৬ লাখ টাকা ব্যয়ে ফেনী পৌরসভা ওই শহীদ চত্বর নির্মাণকাজ বাস্তবায়ন করছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, ওই শহীদ চত্বরের আর্কিটেক্ট মোশারফ হোসেন (সাগর), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন, আরমান হোসেন রাফি, সালাউদ্দিন শাওন ও সাব্বির। স্থানীয় ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন কালবেলাকে জানান, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলাম, তারা দীর্ঘদিন শহীদ চত্বর নির্মাণের জন্য দাবি জানিয়ে আসিছিলাম। এখন চত্বরটি নির্মিত হওয়ায় আমরা ফেনী পৌর কতৃর্পক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।  এ বিষয়ে ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন কালবেলাকে জানান, বাংলাদেশে এই প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে ‘জুলাই ২৪’ নামে ‘শহীদ চত্বর’ নির্মিত হচ্ছে। এ কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ২৬ লাখ টাকা ব্যয়ে দুই মাসের মধ্যে ওই শহীদ চত্বরটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছি। 
Read Entire Article