ব্যবসায়ীর গোডাউনে মিলল সরকারি ২০৬ বস্তা চাল

3 months ago 15

জামালপুরের ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে। মজুত করা প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রাখা আছে। রোববার (২ জুন) দিবাগত রাত ২টায় মা রাইস মিলের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনী ক্যাপ্টেন আহসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান এবং ইসলামপুর থানার ওসি।

জানা গেছে, ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় ব্যবসায়ী আরিফ মিয়া তার ভাড়া করা মা রাইস মিলের গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয় এবং মিল মালিক আরিফকে আটক করা হয়েছে।

গাঁওকুড়ার এলাকাবাসীরা অভিযোগ করে জানান, আরিফ মিয়া গরিব মানু‌ষকে ঠ‌কি‌য়ে সরকারি চাল গোডাউনে রেখে কা‌লোবা‌জা‌রি করে যাচ্ছেন। গোপ‌নে তিনি এই অবৈধ ব্যবসা করে আসছেন। চাল জব্দ করায় প্রশাসন‌কে ধন্যবাদ জানান তারা। সেই সঙ্গে এই চাল ব্যবসায়ীর শা‌স্তি দাবি কর‌েন তারা।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ কালবেলাকে বলেন, রাত ১টার সময় সেনাবাহিনীর টহলরত টিম গোপন সংবাদ পেয়ে আরিফ মিয়ার ভাড়া করা মিলে অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। আরিফ মিয়ার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান কালবেলাকে বলেন, তার গোডাউন থেকে ২০৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। আরিফ মিয়া এসব চাল কিনেছেন দাবি করলেও উপযুক্ত প্রমাণ দিতে না পারায় চাল জব্দ করে গোডাউন সিলগালা করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article