ব্রাজিলের তারকা ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

1 day ago 3
নিজের সেরা সময়ে ব্রাজিলের অন্যতম তারকা ফুটবলার ছিলেন ডেভিড লুইজ। ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডারের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগের পর আদালত ওই নারীর জন্য সুরক্ষা আদেশ দিয়েছেন।  জানা যায়, ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজায় খেলার সময় ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিল লুইজের। সেই নারী অভিযোগ করেন, ফোর্তালেজায় থাকতে লুইজ ইনস্টাগ্রামে তাকে হুমকি দেন। ব্রাজিলের গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযোগকারী নারীর নাম ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা। তিনি একজন সমাজকর্মী।  বারবারোসা পুলিশের কাছে অভিযোগ করেন, ফোর্তালেজায় খেলার সময় লুইজের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ সময় তিনি ব্রাজিলের এই ফুটবলারের কাছ থেকে হুমকি পেয়েছেন। পুলিশের অভিযোগের পরদিন আদালতে নিজের সুরক্ষা চেয়ে আবেদন করেন বারবারোসা।  ভুক্তভোগী নারীর আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরা জানান, লুইজ এবং বারবারোসা ইনস্টাগ্রামে কথাবার্তা বলতেন। হুমকিও সেখানেই দেওয়া হয়েছে। একটি বার্তায় লুইজ লিখেন, ‘তুমি জানো আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। আমি চাইলে তোমাকে সহজেই গায়েব করতে পারি। আমার লোক আছে। তারা জানে বর্তমানে তুমি কোথায় আছো। আর আমার কিছুই হবে না। এগুলো মুছে দাও।’ এ বিষয়ে সাবেক চেলসি ডিফেন্ডারের জনসংযোগ দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘যেহেতু এটি একটি বিচারিক গোপনীয়তার অধীনে থাকা মামলা, তাই খেলোয়াড় জনপরিসরে কোনো মন্তব্য করবেন না।’
Read Entire Article