ব্রাহ্মণবাড়িয়ায় ‘রসমলাই’ খেয়ে শিশুসহ ৫ জন হাসপাতালে

8 hours ago 9

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকান থেকে কেনা রসমলাই খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নাসিম নামে এক যুবক সিঙ্গারবিল বাজারের ‌‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে রসমলাই কিনে বাসায় নিয়ে যান। এই মিষ্টি খাওয়ার পরই পরিবারের ৫ জন অসুস্থতা বোধ করেন। পরে তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থা দেখে এখানকার দায়িত্বরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

অসুস্থরা হলেন, মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭) এবং তাদের দুই সন্তান আয়াত (৪) ও সাদী (১১), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) ও ইয়ানা (৫)।

ভোক্তভোগী পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম রংধনু থেকে রসমালাই কিনে বাসায় নেন। পরে সেগুলো খাওয়ার পর তার স্বজনরা অসুস্থ হয়ে পড়ে।

এ ব্যাপারে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট এর মালিক জামাল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি অবগত নন। তিনি প্রতিদিন এ প্রতিষ্ঠান থেকে ৩০/৪০ কেজি রসমালাই বিক্রি করেন বলে জানান। তবে তিনি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঞা বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এমএস

Read Entire Article