ব্লুটুথ হেডফোন নাকি সাধারণ হেডফোন, কোনটি ভালো জানেন?

2 hours ago 2
আজকাল হেডফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কাজের ফাঁকে গান শোনা হোক বা ফোনে কথা বলা, প্রায় সবাই হেডফোন ব্যবহার করে। বাজারে মূলত দুই ধরনের হেডফোন পাওয়া যায়- একটি তারযুক্ত, আরেকটি তারবিহীন। তারবিহীন হেডফোন আবার তিন ভাগে ভাগ করা যায়- ব্লুটুথ, ওয়াইফাই বা রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইনফ্রারেড হেডফোন। এদের মধ্যে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় হলো ব্লুটুথ হেডফোন। অনেকে মনে করেন, ব্লুটুথ হেডফোনই সেরা। কারণ এতে তারের ঝামেলা নেই, তার ছিঁড়ে যাওয়া বা জড়িয়ে যাওয়ার ভয়ও কম। চার্জ দিলেই ব্যবহার করা যায়, আর চলাফেরার সময় তারের ঝামেলাও নেই। তাই সাধারণ ব্যবহারকারীরা সহজে ব্লুটুথ হেডফোন পছন্দ করেন। তবে প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, শুধু সুবিধার দিক দিয়ে ব্লুটুথ হেডফোন ভালো হতে পারে, কিন্তু অডিও কোয়ালিটির দিক থেকে সব সময় এটি সেরা নয়। ‘ট্রু ওয়্যারলেস স্টেরিও’ বা টিডব্লিউএস হেডফোন বহুদিন ধরে বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু তারযুক্ত হেডফোনের চাহিদা এখনও কমেনি। এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, তারযুক্ত হেডফোনে চার্জ দেওয়ার প্রয়োজন নেই। দাম তুলনামূলকভাবে কম। আর সবচেয়ে বড় বিষয় হলো, অডিও সরাসরি অ্যানালগ কানেকশনের মাধ্যমে আসে, যার ফলে তারযুক্ত হেডফোনে সাউন্ড কোয়ালিটি অত্যন্ত উজ্জ্বল এবং নিখুঁত হয়। অন্যদিকে, ব্লুটুথ হেডফোনে অডিও ট্রান্সমিশনের জন্য বিভিন্ন কোড ব্যবহার করা হয়। সেই কারণে অডিও কোয়ালিটি তারযুক্ত হেডফোনের তুলনায় কিছুটা কম হয়। বিশেষ করে যারা ভিডিও বা অডিও এডিটিংয়ের মতো কাজ করেন, তারা এখনো তারযুক্ত হেডফোনকে বেশি পছন্দ করেন। এ ছাড়া ব্লুটুথ হেডফোনে চার্জিং এবং ব্যাটারির মেয়াদ মাথায় রাখতে হয়। দীর্ঘ সময় ব্যবহার করলে আবার চার্জ দিতে হয়। কিন্তু তারযুক্ত হেডফোনে এই ঝামেলা নেই। তার ছাড়া অডিও সরাসরি কানেকশনের মাধ্যমে চলে, তাই কোনো লেগ বা দেরি হওয়ার সম্ভাবনা নেই। সংক্ষেপে, সাধারণ ব্যবহারকারীরা যদি দৈনন্দিন গান শোনা বা কল করার জন্য হেডফোন খুঁজে থাকেন, তাদের জন্য ব্লুটুথ হেডফোন সুবিধাজনক। তবে যারা অডিও বা ভিডিও সম্পাদনা করেন, অডিও কোয়ালিটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য এখনো তারযুক্ত হেডফোনই সেরা। সূত্র : টিভি নাইন বাংলা
Read Entire Article