বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের

3 months ago 42

যশোরের চৌগাছায় বাইসাইকেল নিয়ে বিবাদে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে ছোট ভাই শিহাব হোসেন (২১)।

সোমবার (২ জুন) বিকেলে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিহাব কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকেই পলাতক বড় ভাই সুমন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে শিহাব মেজো। সোমবার দুপুরে পার্শ্ববর্তী এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য বড় ভাই সুমনের সাইকেল নিয়ে যান তিনি। বিকেলে দাওয়াত খাওয়া শেষ করে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত সুমন শিহাবের পিঠে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল, দূর থেকেই টের পেয়েছিলাম। থামার কথা বলেছি, তারপরও থামেনি। তারপর ছুরি দিয়ে কখন কি করলো জানি না। চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমি বাঁচব না। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও সন্তানকে বাঁচাতে পারলাম না।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন বলেন, নিহতের পিঠের বামদিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত সুমন পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিলন রহমান/জেডএইচ/এমএস

Read Entire Article